সারাদেশ করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় যথেষ্ট ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছে। এখনো পর্যন্ত সারা দেশের অর্ধেক মানুষকে ভ্যাকসিন দেওয়া সম্ভব পর হয়নি। এই আবহের মধ্যে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দেশের মানুষ এখনো পর্যন্ত ভ্যাকসিন পাচ্ছেন না এই অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
সুপ্রিমকোর্টে হলফনামা দিয়ে কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে, এই বছরের আগামী ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রাপ্ত বয়স্ক নাগরিকদের ভ্যাকসিন দেবে কেন্দ্রীয় সরকার। কিন্তু যে গতিতে বর্তমানে সারা দেশে ভ্যাকসিন দেওয়া হচ্ছে তাতে নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে না কেন্দ্রীয় সরকার এমনটাই দাবি করেছেন রাহুল গান্ধী। গতকাল তিনি তার টুইটার হ্যান্ডেলে দৈনিক গড় টিকাকরণের একটি তথ্য উপস্থাপিত করেছেন । এই পরিসংখ্যান থেকে স্পষ্টতই প্রমাণিত হচ্ছে যে লক্ষ্যমাত্রা আগামী ডিসেম্বরে পূরণ করতে অক্ষম কেন্দ্রীয় সরকার।
তিনি একটি ‘হোয়্যার আর ভ্যাকসিন’ নামক হ্যাশট্যাগ ব্যবহার করে লিখেছেন যে,”কেন্দ্রীয় মন্ত্রিসভায় মন্ত্রীর সংখ্যা বেড়েছে। কিন্তু সেই তুলনায় ভ্যাকসিন এর পরিমান বাড়েনি। দৈনিক ৮৮ লক্ষ করে টীকা দিলে তবেই ডিসেম্বর এর মধ্যে দেশের ৬০% নাগরিককে ভ্যাকসিনের দুটি ডোজ দেওয়া সম্ভব হবে। কিন্তু এই গত সপ্তাহে পরিসংখ্যান থেকে জানা গিয়েছে যে, দৈনিক গড় ভ্যাকসিন দেওয়া হচ্ছে প্রায় ৩৪ লক্ষ করে।
তাই অভীষ্ট লক্ষ্য পূরণ আগামী ডিসেম্বরে কেন্দ্রীয় সরকার করতে পারবে না বলেই মনে করা হচ্ছে।”তাই এই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কড়া আক্রমণ শানিয়ে চলেছেন রাহুল গান্ধী।