Home ভাইরাল & ভিডিও ১২ তলার ব্যালকনি থেকে পড়ে গেল ২ বছরের খুদে, হিরোর মতো লুফে...

১২ তলার ব্যালকনি থেকে পড়ে গেল ২ বছরের খুদে, হিরোর মতো লুফে নিলেন ডেলিভারি বয়!

অনেক সময় বাবা মা এর গাফিলতির জন্য ছোট শিশুদের সমস্যায় পড়তে হয় । সেরকমই একটি ভিডিও এখন ভাইরাল হয়েছে । খুবই স্বাভাবিক ব্যাপার শিশুদের বোধ বুদ্ধি কম হয় ।

তাই তাদের খেয়াল রাখতে হয় । এইরকমই ভিডিও তে দেখা যাচ্ছে যে একটু ২ বছর এর শিশু খেলতে খেলতে ১২ তলার জানলা থেকে পড়ে যায় । আর হিরোর মতো বাঁচাতে আসে নিচে দাড়িয়ে থাকা একটি ডেলিভারি বয় ।

ভিডিওটি তে দেখা যাচ্ছে যে একটি ২বছর এর শিশু খেলতে খেলতে ১২ তলার জানলা থেকে ঝুলে পরে । নিচে দাড়িয়ে থাকা একটি ডেলিভারি বয় হটাত একটি মহিলার চিৎকার শুনে ওপরে তাকায় ।

মহিলাটি আসলে ছিল সামনের বিল্ডিংয়ে র । যিনি এই ভিডিও টি করছিল । শিশুটি যখন আর নিজেকে সামলাতে পারছিল না তখনই ডেলিভারি বয় টি ছুটে গিয়ে শিশুটিকে ধরার জন্য ছুটে যায় এবং টক বাচিয়েও দেয় ।

বাচ্চাটির অত ওপর থেকে পড়ার কারণে সম্মত চোট লাগলেও সেরকম কোনো ক্ষতি হয় নি । ভিডিও টি ভাইরাল হওয়ার পর সবাই ছেলেটিকে ভালো ভালো কমেন্টস এ ভরিয়ে দিয়ে ছে তার পাশাপাশি শিশুটির বাবা মাকেও অনেকে দোষারোপ করেছে এই ঘটনার জন্য।

RELATED ARTICLES

Most Popular