বর্তমানে বাংলা সিরিয়ালের মধ্যে সব চেয়ে জনপ্রিয় সিরিয়াল হলো ‘ রানী রাসমণি ‘ সিরিয়াল এবং তারই গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছে সোমাশ্রী ভট্টাচার্য ওরফে প্রসন্নময়ী । যথেষ্ট দক্ষতার সাথে সেই চরিত্রে অভিনয় করেছে ।
হয় তো অনেকেই জানে না যে সোমাশ্রী তার ক্যারিয়ার শুরু করে একজন ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসাবে এবং তারপর তার প্রথম অভিনয় এর কাজ শুরু করে রেশমঝাপি নামে সিরিয়াল দিয়ে । কিন্তু তার অভিনয়ের পাশাপাশি তার স্টাইল স্টেটমেন্ট কিন্তু দেখার মতো ।তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তারই প্রমাণ পাওয়া যায় । খুবই ইউনিক তার ফ্যাশন থটস ।
কখনো দেখা যায় তার লাস্যময়ী ফিগার একালো শাড়িতে । আবার কখনো দেখা যায় হয় প্যান্টে। যা সবার নজর কেড়ে থাকে সব সময়।কিন্তু এবার দেখা গেলো একদম অন্য রূপ ।
View this post on Instagram
বিকিনি পরে সুইমিং পুলে একদম পুল গার্ল হিসাবে। তার এই হট লুক দেখে ফ্যানদের মনে ঝড় তুলেছে। তার প্রমাণ তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল এ ভক্তদের কমেন্টস দেখেই বোঝা যাচ্ছে । একের পর এক লাইক এর ঝড় বইছে। তাই আপনার মন চাইলে আপনিও গিয়ে একবার তার প্রোফাইলে উকি দিয়ে আসতে পারেন ।