representational image

সময় বদল ডেস্ক- ভারতীয় সেনার হাতে খতম এক জঙ্গি। আজ সকালেই শুরু হয় এই এনকাউন্টার। শ্রীনগরে এখনো গুলি চলছে বলে জানা যাচ্ছে। এর মধ্যেই কিছুক্ষন আগেই খবর আসে, ভারতীয় সেনা ইত্যিমধ্যে এক জঙ্গিকে খতম করে দিয়েছে।

এর আগেও গত সপ্তাহে, কাশ্মীরে ৩ জঙ্গিকে খতম করে করে দেয় ভারতীয় সেনা। জঙ্গি ঘাঁটি থেকে অনেক আস্ত্র এবং বোম সংগ্রহ করে ভারতীয় সেনা।

representational image

তার আগে সীমান্তে চিনা সেনাকে পাল্টা জবাব দিতে গিয়ে খতম করে বেশ কিছু চিনা সেনাকে। যদিও বর্তমানে ভারত-চীন সীমান্ত অনেকটাই শান্ত।

তবে অন্যদিকে, সুত্র মারফত ভারতীয সেনা খবর পেয়েছে। পাকসীমান্তে খাঁটি গেড়েছে ৩০০-৪০০ সেনা। ভারতীয় সেনা অনুমান, আবার কোনো বড়ো নাশকতার ছক জঙ্গীদের।